একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক থেকে আর্থিক সাহায্য ব্যাংক লোন কিভাবে পাবেন?
🍁 ব্যাংক লোন
ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান।শর্ত সাপেক্ষে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক থেকে আর্থিক সাহায্য নেয়াকেই বলা হয় ব্যাংক লোন। অর্থাৎ নির্দিষ্ট সুদের বিনিময়ে ব্যাংক গ্রাহককে যে লোন বা অর্থ প্রদান করে থাকে তাই ব্যাংক লোন।
ব্যাংক লোনগুলো বিভিন্ন মেয়াদী হয়ে থাকে। যেমন ঃ
➡️স্বল্পমেয়াদী ঃ স্বল্পমেয়াদী ব্যাংক লোনে এক বছরের মধ্যে পরিশোধ এর শর্তাবলী থাকে।
➡️ মধ্যমেয়াদী ঃ মধ্যমেয়াদী ব্যাংক লোন থেকে পাঁচ বছরের মধ্যে পরিশোধের শর্তাবলি থাকে।
➡️ দীর্ঘ মেয়াদী ঃ এখন আসি দীর্ঘ মেয়াদী লোনে পাঁচ বছরের উপরে পরিশোধের সময়কাল থাকে।
বাংলাদেশের যে যে সরকারী বেসরকারি ব্যাংকগুলো লোন দিয়ে থাকে, সেগুলো হলো-
অগ্রণী ব্যাংক
সোনালি ব্যাংক
ব্র্যাক ব্যাংক
পূবালী ব্যাংক
কৃষি ব্যাংক
গ্রামীণ ব্যাংক
লোনের জন্য আবেদন করার সময়, লোন পাওয়ার জন্য সাধারনতঃ বিভিন্ন ধরণের যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয় তা হল –
১। আবেদন ফর্ম যথাযথভাবে পূরণকৃত এবং স্বাক্ষরিত
২। আবেদনকারীর ফটোগ্রাফ
২। জাতীয় পরিচয় পত্র
৩। অফিস আইডি
৪। ভিজিটিং কার্ড
৫। স্যালারি সার্টিফিকেট / পে স্লিপ
৬। টি অ্যান্ড টি / মোবাইল ফোন / গ্যাস বিল / ইউটিলিটি বিল ইত্যাদির বিল কপি
৭। টিআইএন / আয়কর রিটার্নের অনুলিপি
৮। চেকের পাতা
৯। বৈধ পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের অনুলিপি / অন্যান্য
১০। ব্যাংক স্টেটমেন্ট (নূন্যতম ৬ মাস)
১১। অন্যান্য ব্যাংক ঋণ অনুমোদনের চিঠি (স্যাংশন লেটার)
১২। অন্যান্য আয়ের প্রুফ ডকুমেন্টস
১৩। ট্রেড লাইসেন্স / শেয়ার মূলধনের সংক্ষিপ্তসার
১৪। অংশীদারিত্ব প্রতিষ্ঠানের স্মারকলিপি এবং অ্যাসোসিয়েশন / অংশীদারি চুক্তির নিবন্ধ
১৫। ভাড়া চুক্তি / মালিকানা দলিলসমূহ
১৬। ভাড়া / অন্যান্য আয়ের পরিদর্শন প্রতিবেদন
১৭। অন্যান্য নথি যদি থাকে
১৮। গ্যারান্টারের ফটোগ্রাফ, জাতীয় পরিচয়পত্র, অফিস আইডি, ভিজিটিং কার্ড।
ব্যাংক লোন সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। প্রেজেন্টেশন টপিক লিখতে গিয়ে গুগল থেকে এই বিষয়ে অনেক কিছু জেনেছি। যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। ধন্যবাদ রাজীব স্যার। ধন্যবাদ ডিএসবি গ্রুপকে।
ফারহানা করিম সূচনা
চট্টগ্রাম
ওনার অফ- Suchi's Gleam
Leave a Reply